আজকের ক্রাইম ডেক্স: বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৭ ডিসেম্বর রাত সাড়ে ১১ দিকে দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে লঞ্চঘাট এবং নথুল্লাবাদ বাস স্ট্যান্ডসহ বিভিন্ন সড়কের পাশে প্রায় ১ হাজার শীতার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশাল মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামানসহ সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসএনডিসির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক লঞ্চঘাট এলাকায় এবং নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে কম্বল বিতরণ করেন পাশাপাশি চলতি গাড়ি থেকে নেমে পথের পাশে ঘুমিয়ে থাকা শীতার্তদের গায়ে শীতবস্ত্র কম্বল জরিয়ে দেন জেলা প্রশাসক বরিশাল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.