আজকের ক্রাইম ডেক্স
সাড়ে ৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে দেশের ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের কেন কেরিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ও ২ আসনের এমপি আলী আজগার টগর। এর আগে মিল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি মৌসুমে ১০৪ দিন মিল চালু রেখে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে কেরু চিনিকলের ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন আখ ও কুষ্টিয়ার জগতি চিনিকলের ৩৬ হাজার মেট্রিক টন আখ কেরুজ চিনিকলে মাড়াই করা হবে। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ । এবার ৬টি চিনিকল বন্ধ করে দেয়ার কারণে কুষ্টিয়া চিনিকলের আখ কেরু চিনিকলে নিয়ে মাড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সুগার করপোরেশন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.