আজকের ক্রাইম ডেক্স
ভোলার বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে মারা গেছেন আলোচিত জিনের বাদশার গডফাদার আজাদ হাওলাদার।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোলার কুঞ্জেরহাটে নিজ ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
আজাদ হাওলাদারের বিরুদ্ধে জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল।
এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন গণমাধ্যমকে বলেন, বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে বাবার নামে গড়ে তোলা তিন তলাবিশিষ্ট বজলু হাওলাদার সুপার মার্কেটের মালিক ছিলেন আজাদ। সকালে ওই ভবনের ছাদের কার্নিশে পা রাখতে গিয়ে পিছলে পড়ে যান তিনি। আহত অবস্থায় ভোলা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, গত ২০ বছর ধরেই আজাদ জিনের বাদশা সেজে প্রতারক চক্র গড়ে তোলে। তার ওই বাহিনীর সদস্য রয়েছে কমপক্ষে তিন হাজার। একই সঙ্গে ওই চক্রের রয়েছে ইয়াবা ব্যবসা। পুলিশ ও ডিবি পুলিশের হাতে ১৫ বার আটক হন আজাদ হাওলাদার। ৪ মাস আগেও তিনি ইয়াবা চালানসহ গ্রেফতার হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.