আজকের ক্রাইম ডেক্স
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে রাত ১২টার পর শ্রদ্ধা জানাতে শহিদ মিনার বেদিতে জুতা পায়ে উঠে ছবি তুলেছেন ১১নং রসূলপুর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির পন্ডিত, রসূলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল ও আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লাসহ বিভিন্ন নেতাকর্মীরা ।
এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জানা যায়, ৪৯তম বিজয় দিবস উপলক্ষে রাত ১২টার পরে ১১নং রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহির পন্ডিত, রসূলপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ জুয়েল ও আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান ছাদু মোল্লা সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজ ক্যম্পাসের শহিদ মিনার বেদিতে জুতা পায়ে উঠে ফটোশেসন করে মো. আমজাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে রাতে পোষ্ট করলে জুতা পায়ে শহীদ মিনার অবমাননার ছবিটি ভাইরাল হয়ে যায়।
এ বিষয়টি নিয়ে রসূলপুর ইউনিয়নের চেয়ারম্যান মুঠোফোনে জানান, রাত ১২টার পর রসূলপুর ইউনিয়নের আওমীলীগের বিভিন্ন নেতা কর্মীকে নিয়ে শহিদ মিনারে ফুল দেওয়ার পর নেতাকর্মীদের অনুরোধে এ ফটোশেসন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সাথে আলাপ করলে তিনি সাংবাদককে জানান, আমি জেলা প্রসাশক স্যারকে বিষয়টি অবগত করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.