আজকের ক্রাইম ডেক্স:: রাশিয়ার একটি নার্সিং হোমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আগুনে পুড়ে অন্তত ১১ জন মারা গেছেন। মধ্য রাশিয়ার কাঠের তৈরি ওই প্রবীণ নিবাসে আগুনের সূত্রপাত ঘটলে সেখানে থাকা বেশ কয়েকজন আটকে পড়ে। এদের মধ্যে দগ্ধ হয়ে ১১ জনের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। রুশ তদন্ত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাশকোর্তোস্তান অঞ্চলের ওই বাড়িটিতে অবহেলার কারণে অগ্নিকাণ্ড হতে পারে। পুরো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সূত্র ধরে অপরাধমূলক তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগুন লাগার সময় ওই ছোট্ট কাঠের বাড়িতে ১৫ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে ৪ জনকে দ্রুত উদ্ধার করা গেছে। তবে বাকি ১১ জনকে অক্ষত অবস্থায় বের করা যায়নি। তদন্তের স্বার্থে পুড়ে যাওয়া মরদেহগুলি সংরক্ষণ করেছে স্থানীয় প্রশাসন।
রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘ইশবুলদিনো গ্রামের নার্সিংহোমটি একতলা কাঠের বিল্ডিং ছিল। দমকলকর্মীরা সর্বশক্তি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন।’
তদন্তকারীরা বলছেন, পুড়ে যাওয়া বাড়িটি এনজিও চালিত।
রাশিয়ার অনেক জায়গায় বাড়ি নির্মাণে ত্রুটিপূর্ণ থাকায় প্রায়শই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ম-নীতি না মেনে অবকাঠামো তৈরি করাতেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.