আজকের ক্রাইম ডেক্স:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চিহ্নিত একটি মহল আলেম- ওলামাদের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন- জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে করোনা মহামারির কারণে মানুষ অত্যন্ত কষ্টকর জীবন-যাপন করছে, অপরদিকে স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা। দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে হবে। সবাইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে।
রেজাউল করীম বলেন- আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ পুরো জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানে দোয়া করছি।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.