অনলাইন ডেস্ক
সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছে। সোমবার দুপুরে কয়েক হাজার নেতাকর্মী রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন। এ সময় সরকারের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
এক পর্যায়ে বিক্ষোভকারীরা পল্টন মোড়ে সরে গিয়ে রাস্তার ওপর বসে পড়েন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পৌনে এক ঘণ্টা পর পুলিশের একটি দল তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা সরে যায়। এ সময় কোনো গ্রেপ্তার কিংবা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক সমকালকে বলেন, কিছু নেতাকর্মী পল্টন এলাকায় জড়ো হয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় তারা সরকারের পদত্যাগ দাবি করে। তাদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল বলে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেস ক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা শেষে দুপুর সোয়া ২টার দিকে প্রায় এক হাজার নেতাকর্মী মুক্তাঙ্গনে জড়ো হন। বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশ থেকে একই সংখ্যক নেতাকর্মী মাথায় ক্যাপ ও হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানে আসেন। এতে হেফাজত ইসলামের শতাধিক নেতাকর্মীও যোগ দেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান ছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পদধারী উল্লেখযোগ্য কোনো নেতাকে দেখা যায়নি। কিছু সময়ের জন্য গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া উপস্থিত থেকে চলে যান।
মেজর হাফিজ ও শওকত মাহমুদকে বিএনপির শোকজ: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
সোমবার রাতে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের নামে নেতাকর্মীদের বিভ্রান্ত করে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেজন্য শওকত মাহমুদকে ৭২ ঘণ্টা এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। তার স্বাক্ষরে এই নোটিশ দেওয়া হয়েছে জানান রিজভী।
সূত্র জানায়, বিএনপির সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সোমবার রাজধানীর পল্টন মোড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে একজনের অংশগ্রহণ ও অন্যজন তাতে সমর্থন করায়, এই দুই নেতাকে শোকজ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.