এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক "মানবাধিকার পুরস্কার-২০২০" অর্জন করলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল৷ চলতি মাসের ৯ই ডিসেম্বর তিনি এ পুরস্কার অর্জন করেন৷ চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় প্রথম ধাপের করোনাকালীন সময়ে দর্শনা থানা এলাকার অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো, দর্শনা থানা এলাকায় বিভিন্ন লোকের পারিবারিক ও সামাজিক দ্বন্দ্বের শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান করাসহ বিভিন্ন প্রকার মানবিক কাজের দৃষ্টান্ত রাখার জন্য দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমানকে গত ৯ই ডিসেম্বর এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক "মানবাধিকার পুরস্কার-২০২০" প্রদান করা হয়। দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান সাংবাদিকদের বলেন, আমার এই কৃতিত্বের দাবিদার দর্শনাবাসী ও আমার সহকর্মীবৃন্দ। আগামী দিনগুলোতে আরও ভালো কাজ করে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.