এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নারী ফুটবলারদের মাঝে কম্বল ও ফুটবল বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৩ই ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় মিলন ফুটবল একাডেমির নারী ফুটবলারদের মাঝে এই কম্বল ও ফুটবল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও ফুটবল বিতরণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান। এ সময় পেশকার সোবহান আলী, একাডেমি'র কোচ মিলনসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
কম্বল ও ফুটবল বিতরণ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান বলেন, ফুটবল এমন একটি খেলা যা যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। ছেলেদের পাশাপাশি আমাদের দেশের মেয়েরা ও খেলাধুলায় এখন সমানতালে অংশগণহণ করছে। আমি আশা করি সামনের দিনে তারা আরও উন্নতি করে দেশের সুনাম বৃদ্ধি করবে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলায় মিলন ফুটবল একাডেমির একটি নারী ফুটবল টিম রয়েছে। কিন্তু এসব নারী খেলোয়াড়রা পারিবার ও সমাজের সাথে অনেক সংগ্রাম করে খেলাধুলায় অংশগণহণ করে। কারণ এসব অঞ্চলে নারীদের জন্য খেলাধুলা চালিয়ে যাওয়ার পথ অতটা সুগম নয়। তারপরেও অধিকাংশ খেলোয়াড়ের পরিবার গরীব ও অসহায়। সার্বিক দিক বিবেচনা করে তাদের মাঝে এই কম্বল ও ফুটবল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.