অনলাইন ডেস্ক
২০২০ সালটি বলিউড অভিনেতা-অভিনেত্রীদের জন্য খুব একটা সুখকর ছিল না। বলিউডে অনেক অভিনেতা যেমন না ফেরার দেশে চলে গেছেন তেমনি বিতর্কিতও হয়েছেন অনেক অভিনেতা-অভিনেত্রী। মাদকের কড়াল গ্রাস বলিউডের কলাকৌশলীদের জীবনে কালো দাগ ফেলেছে এবং সেই কারণে মাদক নিয়ন্ত্রণ বোর্ডের জিজ্ঞাসাবাদের সম্মুখীনও হতে হয়েছে এসব তারকার। আসুন জেনে নেই কোন নায়ক-নায়িকাদের নাম জড়িয়েছে মাদক বিতর্কে।
রিয়া চক্রবর্তী:
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় বলিউডের মাদককাণ্ড জড়িয়ে যাওয়ায় তার তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। টানা তিন দিন এ প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের বান্ধবী তথা বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এরপরই তাকে গ্রেফতার করে এনসিবি। রিয়ার আগে তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। রিয়া চক্রবর্তী অক্টোবরে মুক্তি পেলেও এখনও মুক্তি পাননি শৌভিক চক্রবর্তী।
শ্রদ্ধা কাপুর: সারা আলি খান ও রাকুল প্রিত রিয়া চক্রবর্তীকে জেরা করে নাম উঠে আসে বলিউডের এ তালিকাভুক্ত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রিত সিংয়ের। রিয়া চক্রবর্তী এনসিবিকে জেরায় জানান যে, সুশান্তের খামারবাড়ির পার্টিতে এরা সবাই আসতেন এবং সেখানে মাদকসেবনও হতো। তবে এই তিন অভিনেত্রী এনসিবিকে জানিয়েছেন, তারা সুশান্তের পার্টিতে গেলেও কোনোদিন মাদকসেবন করেননি।
দীপিকা পাড়ুকোন: তবে বলিউড মাদককাণ্ডে যে দীপিকা পাড়ুকোনের নামও জড়িয়ে পড়বে তা হয়তো কেউই ভাবেননি। বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটে অভিনেত্রী তার ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে খোলাখুলি মাদক নিয়ে আলোচনা করেছিলেন। পুরনো সেই চ্যাট সামনে আসতেই দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসে। দীপিকাকে সমন পাঠানো হয় এনসিবির পক্ষ থেকে। তবে সেই সময় গোয়ায় থাকার কারণে তিনি তৎক্ষণাৎ এনসিবির দফতরে হাজিরা দিতে না পারলেও পরে তিনি জিজ্ঞাসাবাদের জন্য যান। দীর্ঘক্ষণ দীপিকাকে জিজ্ঞাসাবাদের পর ও তার ফোন রেখে দেওয়ার পর অবশেষে এনসিবির থেকে ক্লিনচিট পান অভিনেত্রী।
অর্জুন রামপাল: মাদক মামলায় জড়িয়ে যায় অভিনেতা অর্জুন রামপালের নামও। এনসিবি এর আগে তার শ্যালককে এই কাণ্ডে গ্রেফতার করেছিল। এরপরই সমন পাঠানো হয় তাকে। দীর্ঘ ৬ ঘণ্টা ধরে অর্জুন রামপালকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। এর আগে তার মুম্বইয়ের বেশকিছু জায়গায় অবস্থিত বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
ফিরোজ নাদিদওয়ালা: প্রযোজক ফিরোজ নাদিদওয়ালাও এনসিবির নজরে ছিল। ফিরোজের স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ১০ গ্রাম গাঁজা কেনার অপরাধে গ্রেফতার করা হয় তাকে।
ভারতী সিং ও হর্ষ: লিম্বোচিয়া বলিউড মাদককাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বোচিয়া। ভারতী সিংয়ের বাড়ি ও অফিস থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার জেরে গ্রেফতার হতে হয় ভারতী ও তার স্বামীকে। তবে কিছুদিনের মধ্যেই জামিনে মুক্তি পান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.