আজকের ক্রাইম ডেক্স:: মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটলের সৃষ্টি হয়। যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে ডুবে যায় ফেরিটি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আজ সোমবার দুপুর একটার দিকে ফেরিটি পুরো ডুবে যায়। ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, গত রাত ১২টার দিকে ডাম্প ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় এটির তলা ফেটে যায়।
রাত ৪টার দিকে দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে এনে যানবাহন নামিয়ে নোঙর করে রাখা হয়। ভেতরে পানি প্রবেশ করে পুরো ফেরিটি ডুবতে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.