রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নাগরিক উদ্যোগের তৃনমূল নারী নেত্রী নেট ওয়ার্ক’র পক্ষ থেকে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বানারীপাড়া পৌর শহরে নাগরিক উদ্যোগের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন। উপজেলা নাগরিক দলের সভাপতি মাস্টার রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, কেন্দ্রীয় কালচারাল থিয়েটার ইউনিট কর্মসূচি কর্মকর্তা মো. মাহবুর আক্তার, বরিশাল সদরের নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত, বানারীপাড়া উপজেলা তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের এরিয়া অফিসার মহসিন মিয়া, সহকারী এরিয়া অফিসার সুমাইয়া আক্তার, তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের উপজেলা সভাপতি ফিরোজা বেগম প্রমুখ। পরে দাতা সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড,জামার্নীর সহায়তায় বানারীপাড়া উপজেলা ও পৌরসভার ১শ’ দুস্থ পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ৩ কেজি মসুরের ডাল, ২লিটার তেল, হাফ কেজি গুরো দুধ, ৫ কেজি আলু, ২ কেজি লবন, ৬টি সাবান ও ৫টি মাস্ক দেওয়া হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.