আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে বরিশাল নগরীর সরকারি বরিশাল পলিটেকনিক সড়কসংলগ্ন তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি।
আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। পরে আইজিপি ভবনের ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তবে আইজিপি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম, এবং বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।
একদিনের সফরে সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে বরিশালে আসেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এর মধ্যে রয়েছে বরিশাল পুলিশলাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশলাইন্সে নবনির্মিত গেট উদ্বোধন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.