অনলাইন ডেস্ক
অনলাইন অ্যাপের নতুন এক সমস্যা দেখল ফিলিপাইনবাসী। একবার খাবার অর্ডার করে ৪২ বার খাবারের প্যাকেট পেয়েছেন এক ব্যক্তি। ঘটনা ফিলিপাইনের সেবু শহরে।
মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়েছে বলে জানা গেছে।
সেবু শহরের এক বাসিন্দা তার সাত বছরের শিশু এবং তার দাদীর জন্য দুই বাক্স ফ্রায়েড চিকেন ফিলে এবং ভাতের অর্ডার করেছিলেন ফুডপান্ডায়। তবে ধীরগতির ইন্টারনেটের কারণে তার অর্ডার করতে বেশ ঝামেলা পোহাতে হয়।
অর্ডার করার কিছুক্ষণ পর তিনি দেখতে পান একে একে ৪২ ডেলিভারি বয় খাবার নিয়ে তার বাড়িতে হাজির হয়েছেন। বিল নিয়েও পড়তে হয় ঝামেলায়। যেখানে বিল হওয়ার কথা ছিল ফিলিপাইনের মুদ্রায় মাত্র ১৮৯ পিএইচপি, সেখানে বিল এসেছে ৭৯৪৫ পিএইচপি।
এদিকে ডেলিভারি বয়দের ভিড়ে কারণে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বারাঙ্গায় মাবোলো প্রায় থমকে গিয়েছিল।
এ সময় পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করছিলেন ওই শিশুরই এক প্রতিবেশী। শিশুর দাদীর কথা মতো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত খাবার কেনার কথা ফেসবুক লাইভে জানানো হয়। শেষমেশ, তাদের সাহায্য করতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারাই অতিরিক্ত খাবারের প্যাকেটগুলো কিনে নেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.