অনলাইন ডেস্ক
পদ্মা সেতু নির্মাণকাজে নিয়োজিত লিও লাং ইয়াং (৫৪) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) লৌহজং উপজেলার পদ্মা সেতু প্রকল্পের শ্রমিক ক্যাম্পে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
লিও লাং ইয়াং হাপানি ও অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। প্রায় ৪ বছর আগে তিনি বাংলাদেশে আসেন পদ্মা সেতু প্রকল্পের কাজে। একজন ফোরম্যান হিসেবে কাজ করতেন তিনি।
হঠাৎ তিনি সকালে ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন, পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ইএমও ডা. দেবাশীষ তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ সময় উপস্থিত শ্রীনগর থানার এসআই আবুল কালাম বলেন, করোনা পরীক্ষার জন্য চীনা শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করে মরদেহ চীনে পাঠানো হবে বা অনমুতিসাপেক্ষে বাংলাদেশে সৎকার করা হবে বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। তিনি আরও জানান, আগেই থেকেই তার অ্যাজমার সমস্যা ছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.