আজকের ক্রাইম ডেক্স ॥ সোমবার ভোররাত ৩টার দিকে জেলার তারিকাটা এলাকার এক বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাইদজা আক্তার এলিজা। এছাড়াও আরো তিনজনকে গ্রেপ্তার হয়েছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা শাহআলমকে হামলার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার স্ত্রীসহ পাঁচ জনকে ভোররাত ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে বিস্তারিত জানাবেন বলেন ওসি।
গত রোববার বিকালে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের ইটভাটার মালিক ও মুক্তিযোদ্ধা মো. শাহ আলমের উপর হামলা হয়।
হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শাহ আলম সাংবাদিকদের জানান, রোববার বিকালে কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকার বিসমিল্লাহ নামের তার ইটভাটায় অবস্থান করছিলেন তিনি।
এমন সময় চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীর এবং তার স্ত্রী খাদিজা আক্তার এলিজার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জন তার উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাহআলমকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.