আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল নগরীর কাউনিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী মুন্নি ও তার ভাই সাদ্দাম সাইকেলের গ্যারেজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভূক্তভোগী গ্যারেজ মালিক জালাল। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর কাউনিয়া শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক জালাল অভিযোগ করে বলেন, মুন্নি ও তার ভাই সকলের নাকের ডগায় দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক ব্যাবসা করে আসছিল। কিছুদিন আগে স্থানীয় লোকজন তাদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এলাকা থেকে চলে বলেন। এ সময় আমিও গিয়ে সকলের সাথে প্রতিবাদ করি। তখন স্থানীয়দের সাথে না পেরে ওঠায় ব্যাবসায়ী মুন্নি ও তার ভাই সাদ্দাম আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে বলেন, তোরে মজা বুঝাবো, তুই টেরই পাবিনা তোর এমন ক্ষতি করমু। এরপর কয়েকদিন ভালোই চলছিল। তঠাৎ গতকাল সন্ধ্যার পর মু্ন্নির ছেলেকে দোকানের আশেপাশে ঘোড়াঘুড়ি করতে দেখি। তখন সন্দেহ হয়নি। তার কিছুক্ষন পরেই দোকানে আগুন লেগে নিমিশেই সব পুরে ছাই হয়ে যায়। দোকানে থাকা সকল মালামল পুড়ে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। সঠিক বিচারের আসায় থানায় অভিযোগ করেছি। এখন পুলিশ দোষিদের খুঁজে বের করে শাস্তি দিবেন।
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.