অনলাইন ডেস্ক:: বিবাহিত মেয়েকে বিক্রি করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করার অভিযোগ উঠলো এক মায়ের বিরুদ্ধে। কিন্তু মেয়ে দেহ ব্যবসায় নামতে না চাওয়ায় তাকে বন্দি করেও রাখে অভিযুক্ত মা। ঘরবন্দি অবস্থাই সেই ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ভুক্তভোগী মেয়ে।
ঘটনাটি ঘটেছে ভারতের মালদহ জেলার চাঁচোল থানার বুজরুক শীতলপুর গ্রামে।
সোমবার ওই মেয়ের মাকে গ্রেফতার করে মালদহ পুলিশ। পুলিশ জানায়, আটককৃত লক্ষ্মী দাস তার ছোট মেয়ে শিবানী দাসকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করায় শিবানী আত্মহত্যা করে। ৩ মাস আগে পাশের গ্রামের বাসিন্দা মহাবীর দাসের সঙ্গে বিয়ে হয় শিবানীর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, লক্ষ্মী দাস দিল্লিতে দেহ ব্যবসার সাথে যুক্ত। সম্প্রতি সে দিল্লি থেকে চাঁচোলে ফিরে তার মেয়েকে দেহ ব্যবসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। মেয়ে সেটা বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে বন্দি করে রাখেন। এরপরই মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
শিবানীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এরপর এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.