আরিফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বাসের চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। রোববার (২২ নভেম্বর) দুপুর অনুমানিক ১টার দিকে মহাসড়কের শেরপুরের ধুনকুন্ডি আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, চান্দাইকোনামুখী একটি অটোভ্যানকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরো ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ী গ্রামের আলহাজ্ব মোল্লা হাজীর ছেলে আব্দুল হাই (৬০), একই গ্রামের ইসাহাক আলীর ছেলে আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে শাহ সুলতান (৯)।
এ ব্যাপারে বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভ্যানকে চাপা দিয়ে বাস চলে যাওয়া তা আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ তাদের ¯^জনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.