ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিজেলার রাজাপুর উপজেলায় ইজিবাইক ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নুরুল হক (৫২) নামের এক পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে৷ আজ রবিবার বিশ্বাস বাড়ী এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনায় আহতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রর কনেষ্টবল নুরুল হক, কাউখালী উপজেলার অমিত সর্দার (১৫), দেলোয়ার সর্দার (৬০), খোকন (৪৫) ও বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকার মোস্তফা (৪০)৷ আহতদের মধ্যে পুলিশ সদস্য নুরুল হকের অবস্থা আশংকা জনক হওয়ার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে ৷ আহত অন্য সবাই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ইজিবাইকটি সাতুরিয়ার নৈকাঠি হয়ে আমতলা বাজার এলাকায় যাওয়ার সময় বিশ্বাস বাড়ি ব্রীজের পূর্ব পারে আসলে বিপরীত থেকে আসা কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে পুলিশ সদস্য সহ ৫ জন আহত হয়েছে৷ আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় কার্ভাড ভ্যানের ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায় এবং স্থানীয় জনতা কার্ভাড ভ্যানটি আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করে ৷
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.