মোঃগোলাম রাব্বানী ,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
বৈশ্বিক কোভিড -১৯ পরিস্থিতি মোকাবিলায় ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলার সকল এনজিও’র আয়োজনে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নীলফামারী ডিমলায় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়’র নেতৃত্বে উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান, প্রধান সড়ক পরিদর্শন কালে এসময় মাস্কবিহীন দোকান ব্যবসায়ী ও পথচারী জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচার,প্রচারণা চালানো হয়।
পরে স্মৃতি সৌধ,ও শহীদ মিনারে আলাদা,আলাদা ভাবে বক্তব্য রাখেন।এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা ছিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, পল্লী-শ্রী”র সমন্বয়ক পুরাণ চন্দ্র বর্মণ, এছাড়াও স্থানীয় সাংবাদিক সহ ডিমলা উপজেলার সকল এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আমরা অত্র উপজেলাকে শতভাগ মাস্কপড়া নিশ্চিত করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আজ থেকে উপজেলার সব হাট, বাজারে এই প্রচারণা অব্যাহত থাকবে। একই সাথে কেউ মাস্কছাড়া ঘুরলে সেক্ষেত্রে আইনের প্রয়োগ চলমান থাকবে। সবক্ষেত্রে মাস্ক পড়া বাধ্যতামুলক বলে তিনি জানান।
এ ক্যাটাগরীর আরো স
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.