মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লিডারশিপ টু এনসিওর এড্ইকুয়ট নিউট্রিশন (লিন) প্রকল্পর আওতায় বার্ষিক পরিকল্পনা পুষ্টিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। ১৭ নভম্বর দিন ব্যাপি লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মলন কক্ষ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজলা নির্বাহী অফিসার মোঃ: ইয়াছিন। অনুষ্ঠান বিশষ অতিথি ছিলন নবাগত সহকারি কমিশনার(ভূমি) মোঃ জাকির হোসেন। দিনব্যাপি আয়াজিত এ কর্মশালার উদ্বাধন করেন উপজলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপাÍর। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। কার্যক্রমর বিস্তারিত তুল ধরে স্বাগত বক্তব্য রাখেন লিন প্রকল্পর লক্ষ্মীছড়ি উপজেলা সম^য়ক শুভ চাকমা।
অনুষ্ঠান উপজেলা পুষ্টি সম^য়ক কমিটির সদস্যসহ বিভিন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় ইউনিয়ন পরিষদের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট পুষ্টি বিষয় বিভিন্ন প্রকল্প অগ্রাধীকারর ভিত্তিত বাস্তবায়নর জন্য প্রস্তাবনা ও সম্ভাব্য বাজেট উপ¯াপন করা হয়। ২০২০-২০২১ অর্থ বছর মানুষর শরীরের অতিগুরুত্বপূর্ণ এই পুষ্টি সংক্রাÍ প্রকল্প অর্Íভূক্তি করতে কিভাব পদক্ষেপ নেয়া যায় তার উপর বিস্তারিত আলাচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.