অনলাইন ডেস্ক
আশরাফ উদ্দিন (৪৫)। পে’শায় অ’টোরিকশা চালক। গ্রামের বাড়ি গাজীপুর স’দরে। করো’না শুরু হওয়ার পর আশরাফের একদিকে যে’মন আয়-রোজগার ক’মে গেছে, তে’মনি চিন্তায় পড়েছেন ঘ’রে থাকা বিবাহসম্ভবা মে’য়ে নিয়ে।
সংসারের ব্যয় নির্বাহ ক’রতে গিয়ে হি’মশিম অবস্থা তো রয়েছেই। স’বমিলিয়েই মা’থায় যেন আ’কাশ ভেঙে পড়ছিল আশরাফের। বা’ধ্য হয়েই নিজের কি’ডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিন।
বিজ্ঞাপন দিয়ে যার দাম তু’লেছেন তিন লাখ টাকা।
‘একটি কি’ডনি বিক্রি করা হইবে’ শিরোনামে সাঁটানো সেই বিজ্ঞাপন এখন রা’জধানীর অলি-গলিতে। বিজ্ঞপনটি ই’তোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমের মা’ধ্যমে ছড়িয়ে পড়েছে।
নজরে এসেছে দ্যা ডেইলি ক্যা’ম্পাস প্রতিনিধিরও।
বিষয়টি স’ম্পর্কে জানতে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আ’শরাফের সঙ্গে যোগাযোগ করা হয়। সময় অসহায় কণ্ঠে তিনি বলেন, ‘ক’রোনায় আমা’র সবশেষ।
এখন আমি সংসার চা’লাবো নাকি মে’য়েকে বিয়ে দিব? তাই তিন লাখ টাকা দিয়ে নি’জের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.