এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে শাহীন শেখ (৪০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ই নভেম্বর) দুপুর ২টার দিকে রকেট মেইলে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত শাহীন চুয়াডাঙ্গা পৌরশহরের হকপাড়ার মঙ্গল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শাহীন বাড়ির পার্শ্ববর্তী একটি স্থান থেকে গোসল করে রেললাইন দিয়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আপ ২৩ রকেট মেইল ট্রেনের ধাক্কায় তিনি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এদিকে প্রকাশ্য দিবালোকে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী শাহীনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.