আজকের ক্রাইম ডেক্স:: খাগড়াছড়ির রামগড়ে ছোট ভাই কাজী শাহরিয়ার ইসলাম সাহেদের পায়ে গুলি করেছেন রামগড় পৌরসভার মেয়র কাজী রিপন। পারিবারিক কলহের জেরে রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী আরেক সহোদর কাজী সাইফুল ইসলাম শিমুল জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি জোর করে দখল এবং টাকা আত্মসাতের কারণে মেয়র কাজী রিপনের সঙ্গে অন্য ভাইদের দ্বন্দ্ব চলছে। এর জেরে রবিবার রাতে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে। বাড়ির প্রবেশের দ্বারেই কাজী রিপন ও তাদের অন্য ভাই জিয়াউল হক শিপন এসেই ছোট ভাই সাহেদকে কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে কাজী রিপন ক্ষিপ্ত হয়ে তার পায়ে একাধিক গুলি করেন।
এতে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। গুলিবিদ্ধ কাজী সাহেদের অবস্থার অবনতি হলে ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এ সময় তাদের আরেক সহোদর জিয়াউল হক শিপনও মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে মেয়র কাজী রিপনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান জানান, পৌর মেয়র কাজী রিপন এবং তার ভাইদের মাঝে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাইদের মাঝে এ হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ হয়ে একজন আহত এবং অন্যজনের মাথায় আঘাত পাওয়ার খবর শুনেছি। তবে এ নিয়ে থানায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.