আজকের ক্রাইম ডেক্স:: মাদারীপুরের ডাসারে মায়ের পরকীয়ার কারনে ছেলের হাতে জাহিদ মীর নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা সোমবার সকালে অভিযুক্ত ছেলের বসতঘরসহ ৬টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে খুনের ঘটনায় ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডাসার থানার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে টাইলস মিস্ত্রী জাহিদ মীরের সঙ্গে মাদারীপুর জেলার ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিলো। এ নিয়ে প্রবাসীর ছেলে সাকিবের ও জাহিদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। গত শনিবার রাতে জাহিদ মীর ওই প্রবাসীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে নাচতে যায়।
এ সময় জাহিদকে প্রবাসীর ছেলে সাকিব তার বাড়ির একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যায়। পরে সেখানে সাকিবের নেতৃত্বে সাগর, শামসুল হক, লোকমান, খবির ও জীবনসহ বেশ কয়েকজন মিলে জাহিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে জাহিদ মীর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সাকিব ও তার সহযোগীদের ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালকিনি ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের ভাবি পিপাসা বেগম বলেন, বিয়ের অনুষ্ঠানে আমার দেবর জাহিদ নাচতে গেলে তাকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সাকিবও তার লোকজন। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নিহতের ভাই আসাদ মীর বলেন, হত্যাকারী সাকিবের মামা লোকমানের প্রভাবেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.