আজকের ক্রাইম ডেক্স:: চুয়াডাঙ্গার জীবননগরে উথলি সোনালী ব্যাংক শাখায় অস্ত্রের মুখে টাকা লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম।
তিনি জানান, ব্যাংকের টাকা লুটের পরপরই জড়িতদের ধরতে অভিযান শুরু হয়। পরে রাতেই আখন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে হৃদয়, কালু ও জনি নামে তিনজনকে আটক করা হয়।
রোববার দুপুরে তিনজন লোক হেলমেট মাথায় দিয়ে গ্রাহক সেজে ব্যাংকে ঢোকে। প্রথমে তারা ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে সব কর্মকর্তা-কর্মচারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি ঘরে আটকে রাখে। এরপর তারা ব্যাংক থেকে ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.