আজকের ক্রাইম ডেক্স:: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকে তামিম ইকবালকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। দলে ভিড়িয়ে তামিমকে অধিনায়ক হিসেবেও নির্বাচিত করেছে তারা।
তারকা খেলোয়াড় তামিম ছাড়াও এই দলে আছে তারকা পেসার তাসকিন আহমেদ ও ইরফান শুক্কুর। এছাড়া আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডারকেও দলে নেয় বরিশাল।
লেগ স্পিনার আমিনুল ইসলামও দলটিতে আছেন। এছাড়া তরুণ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন ও অভিজ্ঞ অলরাউন্ডার সোহরাওয়ার্দী শুভকে নিয়ে নিজেদের স্কোয়াড পূর্ণ করেছে বরিশাল।
টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। তামিমের পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.