অনলাইন ডেস্ক
বিয়ের পর মালদ্বীপে হানিমুনে গিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। হানিমুনে যাওয়ার পর থেকে একের পর এক ছবি প্রকাশ করলেও এবার একেবারে অন্যরকম রূপে দেখা গেল কাজলকে। স্বামী গৌতম কিচলুর সঙ্গে পানির নীচে বিলাসবহুল ঘর থেকে ছবি শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
গত সপ্তাহে ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাজল আগারওয়াল।
বিয়ের পর বিলাসবহুলভাবে আয়োজন করা হয় তাদের রিসেপশনও। করোনা আবহে কেবল ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে অনুষ্ঠিত হলেও রিসেপশনে জৌলুসের অভাব ছিল না।
বিয়ে, রিসেপশনের পর স্বামীকে নিয়ে মালদ্বীপে পাড়ি দেন কাজল আগারওয়াল। মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে পাড়ি দেওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করেন তিনি।
কাজল আগরওয়ালের মধুচন্দ্রিমার ছবি দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। মালদ্বীপের ওয়াটার রিসোর্টে হাজির হয়ে তিনি মাছদের দেখছেন না মাছেরা তাকে দেখছে বলে হেয়ালি করতেও দেখা যায় কাজলকে।
বিয়ের পরপরই গৌতম কিচলু এবং কাজল কিচলুর নামে পাসপোর্টের ছবি প্রকাশ করেন অভিনেত্রী। এরপরই বিদেশে উড়ে যান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.