অনলাইন ডেস্ক
চীনের পূর্বাঞ্চলের লিয়াংশেন কাউন্টিতে হিমায়িত গরুর মাংসে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আমদানিকৃত ওই হিমায়িত গরুর মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গবেষণাগারে। এরপরই কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে বলে শুক্রবার (১৩ নভেম্বর) জানায় লিয়াংশের কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় পণ্য আনা নেয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ভাইরাস যেন ওই এলাকায় না ছড়িয়ে পড়তে পারে সেজন্য আশপাশের এলাকা জীবানুমুক্ত করার অভিযানে নেমেছেন সংশ্লিষ্টরা। এছাড়া আমদানিকৃত গরুর মাংসের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রত্যেকের করোনা পরীক্ষা নেগেটিভ আসলেই কাজে ফিরতে পারবেন তারা।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.