অনলাইন ডেস্ক
সারওয়ার আলমকে বদলি করার পর সেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে।
বৃহস্পতিবার এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাজহারুল ইসলাম সরকারি প্রকাশনা ও মুদ্রণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর র্যাবের আইন কর্মকর্তা সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য র্যাবের আবেদনের ভিত্তিতে নতুন আইন কর্মকর্তা মাজহারুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.