রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৪৯তম সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি ছিলেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু। উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীর পৃষ্ঠ পোষকতায় ও মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক ও পৌর শাখা ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী, ফয়েজ আহম্মেরদ শাওন, সমবায়ী রতন মিত্র প্রমূখ। এছাড়াও উপজেলা এবং পৌরসভার সমবায়ীরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.