মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ::-
দর্শনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় দর্শনা প্রেস ক্লাবের সামনে দামুড়হুদা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তমকুমার দেবনাথ এর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সকলধর্ম বর্ণের মানুষ পাশাপাশি অবস্থাান করে এ দেশে বসবাস করতে চাই। সকল প্রকার সাম্প্রদায়িকতা রুখে দিয়ে আমরা যারযার অবস্থান থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো। মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান সকল জাতির মানুষের সমন্বয়ে স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন দেশে যে ধর্মের মানুষ হোকনা কেন সে খুন বা গুম হবে এটা মেনে নেওয়া যাবে না। বক্তারা জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ে ছাত্রী প্রীতিলতা নিখোঁজ, মুরাদ নগর ও পারবর্তীপুর হিন্দুদের বাড়ি-ঘর পুড়ানো প্রতিবাদে এ বিক্ষোভ সামাবেশ করেন। সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান আমরা একে অপরের ধর্মের প্রতি শ্রোদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। সমাবেশে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্তকুমার শান্তারা মঙ্গল, দামুড়হুদা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জেম্সনিপু মন্ডল, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিল্টন কুমার সাহা, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরুপ কুমার দাস, দর্শনা পৌরসভা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সাংগঠনিক সম্পাদক সমির কুমার সরকার, সহ-সভাপতি দিপেন ঘোষ। এছাড়া শ্রী-প্রশান্ত কর্মকার ও শোভন দাস প্রমুখ। মানব বন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন অনন্ত কুমার শান্তারা মঙ্গল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.