অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের নামে দখলকৃত ১৪ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম এই জমি দখলমুক্ত করেন। এ সময় পুলিশসহ উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম সময় নিউজকে বলেন, সরকারি ১৪ বিঘা খাস জমিতে রাখা কয়লা, পাথর, বালুসহ যেসব অবৈধ টিনশেডের যেসব স্থাপনা ছিল তা ভেঙে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এই সরকারি সম্পত্তি পুরোপুরি সরকারের দখলে রয়েছে। এই জমির জন্য ২০১৮ সালে বরাদ্দের জন্য হাজী সেলিম আবেদন করেছিলেন। তবে সেই আবেদন জেলা প্রশাসন গ্রহণ করেনি।
এর আগে রোববার ১ নভেম্বর হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের জমি অবৈধ দখলে থাকা সিমেন্ট কারখানার দু’পাশের একটায় আছে ২ দশমিক ১১ একর, আরেকটায় ১ দশমিক ৮ একর, টোল প্লাজার ডান পাশে ১ দশমিক ২০ একরসহ এই মোট ৪ দশমিক ৩৯ একর জমি যা প্রায় ১৪ বিঘার সমতুল্য জমি চিহ্নিত করে উপজেলা প্রশাসন। যেখানে ২ দশমিক ১১ একর রয়েছে সেখানে ৩ টা স্থাপনা ভাঙ্গলেও, বাকি একটা শক্তিশালী হওয়ায় ভেকুতে সমস্যা হয়ে যায় তাই সেদিনের মতো উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়। অন্যান্য স্থাপনাগুলোকে অপসারণ করে জায়গা খালি করে দিতে ৩ দিনের সময় দিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) আতিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
১ নভেম্বর রোববার উপজেলা প্রশাসনের অভিযানের সময় মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপক (ল্যান্ড) মহিউদ্দিন আহম্মেদ দখলের বিষয়টি স্বীকার করে গণমাধ্যম কর্মীদের বলেছিলেন, ‘আমাদের কারখানার ভেতরে সরকারি সম্পত্তি রয়েছে, এ কথা সত্য। সম্পত্তিগুলোর স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য আমাদের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাজি সেলিম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। আমাদের আবেদনে প্রশাসন কোনো সাড়া না দেওয়ার কারণে আমরা আর সামনে এগিয়ে যেতে পারিনি। প্রশাসন এখনো যদি খাস জমিগুলো আমাদের কোম্পানির নামে বন্দোবস্ত দিতে রাজি হয় তবে আমরা নিয়ম মোতাবেক সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে বন্দোবস্ত নিতে রাজি আছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.