মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত অংশগ্রহণ"নাগরিক কর্তৃক সামাজিক জবাবদিহিতা বিষয়ক শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী'র আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বুধবার(৪ নভেম্বর)দুপুরে পল্লীশ্রীর ডিমলা ইউনিট প্রশিক্ষণ কক্ষে উক্ত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের এজিএম আতাহারুল ইসলাম।উপজেলা পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কনক চন্দ্র রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসডিজি বাস্তবায়ন জেলা নেটওয়ার্কের সহ-সভাপতি লুৎফর রহমান,ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম,রুপালী ব্যাংক ডিমলা শাখা ব্যবস্থাপক রকিবুল হাসান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডিমলা শাখা ব্যবস্থাপক পঙ্কজ কুমার সরকার,পল্লীশ্রীর টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল জনসংগঠনের সভা প্রধান ফরিদা পারভিন,খগাখড়িবাড়ি ইউনিয়নের জবা জনসংগঠনের সভা প্রধান শিউলী আক্তার শাপলা প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন পল্লীশ্রীর ফিল্ড ফ্যাসিলিটেটর দবিরুল ইসলাম।
এছাড়াও এতে সোনালী ব্যাংক ডিমলা শাখা ব্যবস্থাপক নিরঞ্জন কুমার রায়,গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত অংশগ্রহণ প্রকল্পের কমিউনিটি মবিলাইজার শামসুদ্দিন মিয়া, পল্লীশ্রী রি-কল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর তাহমিনা আক্তার সহ ২৫ জন সিবিও নেতা উপস্থিত ছিলেন।
সভায় করোনা ভাইরাস পরিস্থিতিতে ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রণোদনা, ব্যাংক গুলোর বরাদ্দ, ঋন সুবিধা প্রদান,ঋন চাহিদা প্রণয়ন সম্পর্কে উম্মুক্ত আলোচনা করা হয়।
আলোচনায় গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঋন সুবিধা প্রদানে আশ্বস্ত সহ পল্লীশ্রী কর্তৃক কৃষকদের নিয়ে গণশুনানির পূর্বে ঋন গ্রহিতাদের তালিকা প্রদানে অঙ্গীকার করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.