অনলাইন ডেস্ক:: পুলিশের এক সার্জেন্ট’র বিরুদ্ধে বাসের এক হেলপারকে লাঠির আঘাতে অণ্ডকোষ ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গাজীপুরের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে ।
বাস যাত্রীরা জানান, ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী উঠা-নামার জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন গাড়িটি বাসস্ট্যান্ডে থামানোর জন্য নিষেধ করে। বাসটি থামিয়ে যাত্রী উঠা-নামা করতে থাকে চালক-হেলপার।
এ সময় ট্রাফিক সার্জেন্ট বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপার রুবায়েতকে তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করে। লাঠির আঘাতটি হেলপার রুবায়েতের অণ্ডকোষে গিয়ে লাগে। এতে তিনি বাস থেকে মাটিতে লুটিয়ে পড়েন। তার অণ্ডকোষে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন রাস্তায় যানচলাচলরত যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
আহত অবস্থায় টঙ্গী হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালে এনে রুবায়েতকে চিকিৎসা দেয়া হয়।
টঙ্গী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তরিকুল ইসলাম বলেন, দাঁড়িয়ে থাকা বাসটির বডিতে লাঠি দিয়ে আঘাত করে সরানোর সিগনাল দেয়ার সময় হেলপারের গায়ে অসাবধানতবসত লাঠির আঘাতটি লেগে যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.