ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে।সোমবার সকাল ১১টায় ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক অমরেশ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল বিভাগীয় সমন্বয়ক মো: কবির হোসেন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান। সভা সঞ্চালনা করেন রাজাপুর বড়াইয়া ডিগ্রি কলেজের প্রভাষক মো: মিজানুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাউকাঠি বিবিএম কারিগরি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের প্রভাষক ও বিভাগীয় প্রধান রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রভাষক সাইফুল ইসলাম খান, প্রভাষক সঞ্জীব রায়, প্রভাষক সুনিল বিশ্বাস, ঝন্টু লাল রুদ্র প্রমুখ।
বক্তারা বলেন, সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের দাবী মানা না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের এই ন্যায্য দাবী বাস্তবায়নের আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় ঝালকাঠি জেলা ও ৩টি উপজেলায় স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.