অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।
শনিবার অস্ট্রিয়ায় কারফিউ জারি করা হয়েছে।
জানা যায়, অস্ট্রিয়ায় প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা থাকবে। এ সময় শুধু ক্যাফে ও রেস্টুরেনটগুলো খোলা থাকবে। পার্সেলের মাধ্যমে সবাইকে খাবার সংগ্রহ করতে হবে। দেশটিতে শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৩৪৯ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরেই কারফিউ জারি করার সিদ্ধান্ত নেয় অস্ট্রিয়া সরকার। আগামী মঙ্গলবার থেকে শুরু করে পুরো নভেম্বর মাস তা কার্যকর হবে।
এ প্রসঙ্গে অস্ট্রিয়ার চ্যান্সেলর সাবেস্তিয়ান কুর্জ বলেন, চটজলদি আমরা এই সিদ্ধান্ত নেইনি।
অনেক ভেবেচিন্তে আমাদের এই সিদ্ধান্তটি গ্রহণ করতে হয়েছে। জনগণের জন্য যা জরুরি মনে হয়েছে তা করছি আমরা।
সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.