অনলাইন ডেস্ক
সরকার-বিরোধী আন্দোলনে হামলা হলে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপনারা অস্ত্র নিতে পারলে আমরাও অস্ত্র হাতে নিতে পারি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন ইশরাক।
হামলা ও নির্যাতনকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করে মরহুম বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আরও বলেন, আমাদের বাবারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, প্রয়োজনে আমরাও আপনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেবো।
মাহমুদুর রহমান মান্নার পাশাপাশি অন্যান্যের মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার।
দেশে মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করার তাগিদ দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সমর্থন যাচাই করে নিন।
করোনার অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আন্দোলন গড়ে ওঠার ভয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না সরকার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.