পিরোজপুর প্রতিনিধি: ‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশং সর্বত্র’ এই শ্লোগানে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, অতিরিক্ত পিরোজপুর মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি শিরিনা আফরোজ এবং সাংবাদিক জিয়াউল আহসান।
আলোচনা সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং এর সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেয়।
আলোচনা সভা শেষে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক হোসেন এবং শ্রেষ্ঠ কমিউনিটি হিসেবে পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাদুল্লাহ লিটনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.