ঝালকাঠি প্রতিনিধি: ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝালকাঠিতে হাজার-হাজার ধর্মপ্রান মুসুল্লিরা বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেন ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকাল ১০টায় ঝালকাঠি ঈদগাহ্ মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীন। পরে ঈদগাহ্ মাঠ থেকে জমিয়াতুল মুছলিহীন এর আমীর মাওলানা মোঃখলিলুর রহমান নেছারাবাদীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদকাঠি মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃশাহআলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব মোঃলিয়াকত আলী তালুকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ধরনের ঘটনার জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোরও আহ্বান জানান ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.