রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাইশারীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আ.খালেক মাঝীর সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে অবৈধভাবে জোরপূর্বক দখলের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার বাইশারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আ.খালেক মাঝীর সাড়ে ৮৫ শতক সম্পত্তি একই গ্রামের মো.শাহজাহান সিকদারের ছেলে ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার জালজালিয়াতির মাধ্যমে ভুয়া দলিল তৈরী করে রেকর্ড করার জন্য গত ৫ মাস পূর্বে বানারীপাড়া উপজেলা ভুমি অফিসে আবেদন করেন। বিষয়টি জানতে পেরে ওই মুক্তিযোদ্ধার ওয়ারিশনগন আপত্তিনামা দিলে তৎকালীণ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস তা নামঞ্জুর করে মুক্তিযোদ্ধার ওয়ারিশগনের নামে রেকর্ড সংশোধন করে দেন। মুক্তিযোদ্ধা আ. খালেক মাঝীর ছেলে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. জহিরুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে ভূমিদস্যু মোহাম্মদ আলী সিকদার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরী করা দলিলের সম্পত্তি রেকর্ড করানো ও সম্পত্তি জবরদখলের পায়তারা করছেন। তিনি আরও জানান মোহাম্মদ আলী সিকদারের তৈরী করা ওই দলিল চ্যালেঞ্জ করা হলে বরিশাল জেলা রেজিষ্টার কর্তৃক তা জাল প্রমান হয়েছে। তারপরেও ভূমিদস্যু মোহাম্মদ আলী সিকদারের এবিষয়ে অপতৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে এ অভিযোগ অস্বীকার করে বাইশারী ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আলী সিকদার বলেন সম্পত্তি নিয়ে বিরোধ মিমাংশার জন্য অচলনামায় সাক্ষর করে স্থানীয় শালিসদারদের সিন্ধান্তের অপেক্ষায় রয়েছি । অপরদিকে প্রয়াত মুক্তিযোদ্ধা আ. খালেক মাঝীর সন্তানেরা ওই ভূমিদস্যুর হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষায় ‘মানবতার’ মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা,মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.