আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা ও ধর্ষককে আটক রেখে পুনরায় ধর্ষনের চেষ্টা চালায় স্থানীয় বখাটে চার যুবক।
এঘটনায় ওই ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরন করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের এক কলেজ ছাত্রীর সাথে পরিচয়ের সূত্র ধরে বাকাল গ্রামের নয়ন মন্ডল অষ্টমী পূজার দিন ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে (২৪অক্টোবর রাতে) জোবারপাড় ইটের ভাটা নামক স্থানে বসে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে।
এঘটনা দেখে ফেলে বাকাল গ্রামের ইমু মিয়া, সুজন, সুমন মিয়াসহ ৫জনের একটি দল। ওই ধর্ষিতা কলেজ ছাত্রী ও নয়নকে তুলে নিয়ে বাকালহাট একটি বিদ্যালয়ে আলাদা দুটি কক্ষে আটকে রেখে যুবকরা ওই কলেজ ছাত্রীকে পুনরায় ধর্ষনের চেষ্টা চালায়।
তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষনে ব্যর্থ হয় বখাটে যুবকরা। এঘটনায় ওই ধর্ষিতা কলেজ ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার সকালে নয়ন মন্ডলের বিরুদ্ধে ধর্ষন ও অন্য যুবকদের বিরুদ্ধে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের গ্রেফতারের চেষ্টা করছেন বলে জানান। ধর্ষিতা ওই কলেজ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল ওসিসিতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.