ভোলা প্রতিনিধি:
ভোলায় বিভিন্ন মামলা দিয়ে স্বামীকে হয়রানি ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিয়ের অভিযোগ তুলে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্বামী। আজ সোমবার দুপুরে ওষুধ ব্যাবসায়ী মো. মহিউদ্দিন তার স্ত্রী নুর নাহারের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বিয়ের পর তার স্ত্রী নুর নাহার ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে সালমান নামের আরেক ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এর প্রতিবাদ করায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মহিউদ্দিন ও তার পরিবারকে হয়রানি করে যাচ্ছে।
এ পর্যন্ত মোট ৭টি মামলা দিয়েছে বলেও জানিয়েছেন মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে মহিউদ্দিন তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা এবং তার স্ত্রীর কবল থেকে মুক্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.