অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে ধর্ষকের বিরুদ্ধে সাজানো বিয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক সৌদি প্রবাসী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
মামলা সূত্র থেকে জানা গেছে, পাঁচ বছর ধরে ওই নারী সৌদিতে গৃহকর্মীর কাজ করেছেন। কিন্তু চলতি মহামারির কারণে এ বছর বাড়ি ফিরে আসেন।
ভুক্তভোগী বলেন, বিদেশে থাকা অবস্থায় মহারম আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যেদিন তিনি বিদেশ থেকে বাড়িতে আসেন ওইদিনই জোরপূর্বক ধর্ষণ করেন। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে জড়ান মহারম আলী। এরপর বিয়ের জন্য চাপ দেয়া হলে এপ্রিলের ১৫ তারিখ গোপনে বিয়ে করেন। এরপর তিনি অন্তঃসত্ত্বা হলে বিভিন্ন কৌশলে সেই সন্তান নষ্ট করে দেয়া হয়। এক পর্যায়ে বিয়ের কথাও অস্বীকার করেন মহারম।
সম্প্রতি অভিযুক্ত মহারম আলীর সঙ্গে ভুক্তভোগীর অন্তরঙ্গ ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মহারম আলী জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিয়ের কাগজপত্র ভুয়া। অন্তরঙ্গ ছবিগুলোও এডিট করা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক এবং নওগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান আলম বলেন, ঘটনার তদন্ত করে দলীয় নিয়মানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.