তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ তঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং ৭ জন গুরুত্ব আহত। জানাযায়, গতকাল শনিবার তঁতুলিয়া বাজারর ওষুধ ব্যবসায়ী রবিউল ইসলাম মাইক্রাবাস নিয়ে স্বপরিবার পঞ্চগড় দাওয়াত খেয়ে ফেরার পথে সন্ধ্যা ৭ ঘটিকায় মাঝিপাড়া বটতলী নামক¯স্থানে পাথার বাঝাই একটি ট্রাক্টরর সংগে মুখামুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রবিউলর স্ত্রী ইয়াছমিন (৩৫) ও মাইক্রা ড্রাইভার স্বপন (৩০) নিহত হয়। খবর পেয়ে তেতুলিয়া থানা ও হাইওয় পুলিশ ঘটনাস্থল থেকে তহসিনা (৪৫), রদশী (১৫), রবিউল (৪৫), মিথিলা (১৫), আব্দুল জবার (৬০), আলিফ (৫), আফতাফ (৫৫), ফুল মাহাম্মদ (৬৫), রনু (৫০), ফয়সাল (১৭) কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তেতুলিয়া হাসপাতাল নিয়ে আসে। হাসপাতালের আবাসিক মেডিকল অফিসার মাহাম্মদ রুকুনুজ্জামান জানান, আহতদের মধ্য ৪ জনর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল প্ররন করা হয়ছে।
তেতুলিয়া মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সাঈদ ঘটনার সতত্যা স্বীকার করে আজকের ক্রাইম নিউজ কে বলেন ঘাটত ট্রাক্টকর আটক করছেন বলে জানান। #
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.