চুয়াডাঙ্গা জেলার সকল সনাতন ধর্মালম্বীদের সারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করেছেেন।সেই সাথে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উদযাপনের করার পরামর্শ দিয়েছেন। সে সাথে করোনা ভাইরাস প্রতিরোধে মন্দিরে প্রবেশ পথে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবস্থা এবং মন্দিরের আশে পাশের এলাকায় জীবানুনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন। পূজামণ্ডপে আগত সকলের মাস্ক পরিধান এবং মণ্ডপে একসাথে ২৫ জনের অধিক ভক্ত বা দর্শনার্থীর প্রবেশ সীমিত রাখতে আয়োজকদের অনুরোধ করেছেন। পুজামণ্ডপে আগত পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য পুথক পৃথক প্রবেশ ও নির্গমন পথের ব্যবস্থা করতে বলেছেন। মণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইট, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করার জন্য আয়োজকদের পরামর্শ দিয়েছেন। পূজা চলাকালীন পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় উচ্চ শব্দ যন্ত্রের ব্যবহার সীমিত রেখে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পরামর্শ দিয়েছেন।
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা ও বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের সহায়তা নিতে বলেছেন। স্বাস্থ্য বিধি-এবং সামাজি দুরত্ব মেনে সারাদেশে উৎসব মুখর ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। অতীতের যে কোন সময়ের তুলনায় বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল। পুজা অর্চনা কালীন কেউ যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৪ ঘন্টা টহলের ব্যাবস্থা করেছেন জেলা পুলিশ। চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার সকল সনাতন ধর্মালম্বীদের সব ধরনেরর নিরাপত্তা ও সুযোগসুবিধা পূরণ করেছেন। সেই সাথে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপুজা উপভোগ করার জন্য পূজা উদযাপন কমিটিকে পরামর্শ দিয়েছেন।
।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.