ডেক্স প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদার সীমান্তবর্তী বিলের মধ্যে থেকে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) ৮টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উপজেলার চাকুলিয়া গ্রামের বিলের মধ্যে থেকে সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই ৮ টি বার উদ্ধার করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক খালেকুজ্জামান পিএসসি, এক প্রেস বিজ্ঞতিতে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারে সোনার একটি বড় চালান পাচার হবে। এমন খবরে তিনি ও সহকারী পরিচালক শেখ মোহাম্মদ ইমরান আলীর তত্ত্বাবধানে ফুলবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর একটি বিশেষ টহল দল দামুড়হুদার ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৬ থেকে এক কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে এক ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা হাতে দেখতে পায়। টহল দল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়।
বিজিবি বস্তাটি উদ্ধার করে তার ভেতরে থাকা দুই কেজি ৪০০ গ্রাম (২০৫ ভরি ৭ আনা) ওজনের উন্নত মানের ৮টি সোনার বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য এক কোটি বায়ান্ন লাখ দুই হাজার তিন শ পঁচাত্তর টাকা- বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.