মোঃগোলাম রাব্বানী ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ডিমলা থানার সনাতন ধর্মলম্বিদের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮-অক্টোবর) বিকেলে ডিমলা থানার আয়োজনে থানা চত্ত¡রে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার উজ্জ্বল শাহ্ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মোহিদ কুমার সিংহ রায় ও সাধারণ সম্পাদক বাবু শৈলেন চন্দ্র রায়, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু সায়েম সরকারসহ উপজেলার ৭৫টি পূজা উদযাপন কমিটির ইউনিয়ন সভাপতি-সম্পাদক ও উপজেলা সকল ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য-সদস্যা, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং ডিমলা থানার সকল পুলিশ সদস্য বৃন্দ ও সাংবাদিক বৃন্দ
আলোচনায় বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস বিশ্বের সকল দেশে সব ধরনের আনন্দ থামিয়ে দিয়েছে, তাই এবারে দূর্গা পূজায় নিজ-নিজ দায়িত্বে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধী মেনে চলাই উত্তম হবে বলে হবে। সেই সাথে দূর্গা পূজা চলাকালীন কোথাও কোন ধরনের বিশৃংখলা দেখা গেলে তাৎক্ষনিক আইন শৃংখলার বাহিনীকে খবর দেওয়ার আহবান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.