.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় পৌর বিট পুলিশ ভালুকা মডেল থানা আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ভালুকা মডেল থানার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভালুকা পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভালুকা পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি সাদিকুর রহমান তালুকদার, নারী সংগঠনের নেত্রীবৃন্দ , ভালুকা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরসহ আরও অনেকে। ভালুকা মডেল থানার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন,আইজিপি মহোদয়ের নির্দেশে ধর্ষন সহ সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধে, নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ভালুকা বিট পুলিশিং সমাবেশর আয়োজনে করা হয়েছে। তিনি আরো বলেন আজ থেকে আমাদের শ্লোগান হউক নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে। বক্তারা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.